2
আত্মসম্মান
মাথা উঁচু করে বাঁচার জন্যও ভাগ্য লাগে।
টাকা থাকলেই কেউ মাথা উঁচু বা গর্বের সাথে বাচঁতে পারে না।।
কেউ টাকার জন্য, কেউ পরিস্থিতির জন্য কারো না কারো কাছে মাথা নত করে থাকে।।
কিন্তু অনেক সময় আপনি না পরিস্থিতির স্বীকার হবেন আর না অন্য কিছু
তারপর আপনাকে কিছু মানুষের সামনে মাথা নত করে থাকতে হয়।
অনেকে হয়তো বলবে সবই পরিস্থিতি
কিন্তু আপনি নিজেও জানেন পরিস্থিতি তৈরী কিন্তু আমাদের ধারায় হয়।।
তাই আমি বলবো আর যায় করুন মাথা উঁচু করে বাচঁতে শিখুন।। টাকা কিংবা পরিস্থিতি কোনো কিছুকেই নিজের আত্মসম্মান থেকে বড়ো ভাববেন না।।
আর অন্যকেও জোর করবেন না আপনার জন্য মাথা কেউ মাথা নত করে বাঁচুক।।
অর্পিতা-AK🍂
আরো পড়ুন-
2
Nice