0
আমরা শ্রমিক কায়িক শ্রমে
নগরায়ন গড়ি,
শোষণ পীড়ন রোষানলে
বহে জীবন তরী।
কঠোর শ্রমে বিশাল প্রাসাদ
ঘর্মাক্ত হাত গড়া,
ঠাট্টা বিদ্রূপ পরিহাসে
মোদের জীবন ভরা।
ক্ষুধার জ্বালায় গাধার খাটনি
অবিরাম যে চলে,
ঘৃণার চোখে আমায় দেখে
কটুকথা…….বলে।
কঠিন তাপে কামলা খেটে
যাচ্ছে জীবন ক্ষয়ে,
ধনীর নীড়ে আরাম দায়ক
এসির বাতাস বয়ে,
শ্রমের ন্যায্য পাওনা আদায়
পাইনা সঠিক মূল্য,
দুমুঠো ভাতের জন্য রে ভাই
হলাম ভিক্ষুক তুল্য।
0