আমরা শ্রমিক

play icon Listen to this article
0

আমরা শ্রমিক কায়িক শ্রমে
নগরায়ন গড়ি,
শোষণ পীড়ন রোষানলে
বহে জীবন তরী।

কঠোর শ্রমে বিশাল প্রাসাদ
ঘর্মাক্ত হাত গড়া,
ঠাট্টা বিদ্রূপ পরিহাসে
মোদের জীবন ভরা।

ক্ষুধার জ্বালায় গাধার খাটনি
অবিরাম যে চলে,
ঘৃণার চোখে আমায় দেখে
কটুকথা…….বলে।

কঠিন তাপে কামলা খেটে
যাচ্ছে জীবন ক্ষয়ে,
ধনীর নীড়ে আরাম দায়ক
এসির বাতাস বয়ে,

শ্রমের ন্যায্য পাওনা আদায়
পাইনা সঠিক মূল্য,
দুমুঠো ভাতের জন্য রে ভাই
হলাম ভিক্ষুক তুল্য।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply