আমরা শ্রমিক

0

আমরা শ্রমিক কায়িক শ্রমে
নগরায়ন গড়ি,
শোষণ পীড়ন রোষানলে
বহে জীবন তরী।

কঠোর শ্রমে বিশাল প্রাসাদ
ঘর্মাক্ত হাত গড়া,
ঠাট্টা বিদ্রূপ পরিহাসে
মোদের জীবন ভরা।

ক্ষুধার জ্বালায় গাধার খাটনি
অবিরাম যে চলে,
ঘৃণার চোখে আমায় দেখে
কটুকথা…….বলে।

কঠিন তাপে কামলা খেটে
যাচ্ছে জীবন ক্ষয়ে,
ধনীর নীড়ে আরাম দায়ক
এসির বাতাস বয়ে,

শ্রমের ন্যায্য পাওনা আদায়
পাইনা সঠিক মূল্য,
দুমুঠো ভাতের জন্য রে ভাই
হলাম ভিক্ষুক তুল্য।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে

Leave a Reply