0
গোলাপ ফুলের কত রং? গোলাপ ফুলের সাত’ রংঃ লাল, সবুজ, হলুদ, বাদামী, বেগুনী, নীল, আকাশী।তুমি আমাকে কোনটি দিবে? তুমি আমাকে লালই দাও; কারন, লাল সবচেয়ে সুন্দর। এবার বল তুমি কোনটি নিবে? তুমি নীল নাও ;কারন নীলই সবচেয়ে নীল।এবার বল তুমি আমাকে ভালবাস কিনা । নিশ্চয়ই বাস;কারন, লাল নীল’ ভালবেসেছে।
0