0
ধর, তুমি আয়নায় মুখ দেখতেছ, হঠাৎ তোমার মুখে একটি মশা বসল তখন তুমি কি করবে? মুখ দেখা বাদ দিয়ে মুখে মারবে এক থাপ্পড়। তাহলে? তোমার আর আয়না দেখা হলনা।এরকম একটি পরিস্থিতি তোমার জীবনে আসুক তা কি আমি চাই? না, চাইনা।তাহলে? “তুমি আমাকে কি দেবে বল।” এমন কিছু কি আছে যা দিতে পার ? না, নাই।তাহলে? ‘ তোমার আয়নায় মুখ দেখা পুরোপুরিই ব্যর্থ !’
0