0
আল্লাহকে যদি পাইতে হয়?
ইবাদত করতে হবে।
সে ইবাদত কি আমরা করি?
না।
তাহলে?
আমাদের পরিনাম জাহান্নাম।
এ জাহান্নাম থেকে আমাদের রক্ষা করবে কে?” হে আল্লাহ তুমি আমাদের এ জাহান্নাম থেকে রক্ষা কর, তুমি যদি রক্ষা না কর কে আমাদের রক্ষা করবে, তুমি যে মালিক তুমি যে শাঁই, তুমি যে সবকিছু, তুমি ছাড়া কেহ আমাদের রক্ষা করার নাই!”
এই কথা বলে সে গেল তার বাঁশের কঞ্চি আনতে। গিয়ে দেখে বাঁশের কঞ্চি আর বাঁশের কঞ্চির জায়গাত্ নাই।

0