এসো বন্ধু যদি

0

আমার গাঁয়ে পশ্চিম পাশে
বহে ছোট্ট নদী,
মন জুড়িয়ে….দেখবে নদী
এসো বন্ধু যদি।

সন্ধ্যা নামলে দেখতে পাবে
অস্তগামী রবি,
আবির রঙের ছায়া দেখবে
নদীর পাড়ে ছবি।

ঝিল-মিলি ঐ চাঁদের আলো
পাবে নদীর পাড়ে,
জোছনা আলোয় বসবে বন্ধু
নিঝুম দ্বীপের ধারে।

আমার গায়ে… পথের বাঁকে
পাবে সবুজ ছায়া,
চোখ জুড়িয়ে যাবে দেখলে
সবুজ মাঠের মায়া।

খেত খামার যে সবুজ শ্যামল
ফসল ভরা মাঠে,
দেখতে পাবে শাক-সবজি ঐ
পল্লী গাঁয়ের হাটে।

সবুজ মাঠের শ্যামল ছায়া
আছে আমার গ্ৰামে,
সবার পাশে সবাই আছে
আনন্দ আর ধামে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

One Reply to “এসো বন্ধু যদি”

Leave a Reply