0
আমার গাঁয়ে পশ্চিম পাশে
বহে ছোট্ট নদী,
মন জুড়িয়ে….দেখবে নদী
এসো বন্ধু যদি।
সন্ধ্যা নামলে দেখতে পাবে
অস্তগামী রবি,
আবির রঙের ছায়া দেখবে
নদীর পাড়ে ছবি।
ঝিল-মিলি ঐ চাঁদের আলো
পাবে নদীর পাড়ে,
জোছনা আলোয় বসবে বন্ধু
নিঝুম দ্বীপের ধারে।
আমার গায়ে… পথের বাঁকে
পাবে সবুজ ছায়া,
চোখ জুড়িয়ে যাবে দেখলে
সবুজ মাঠের মায়া।
খেত খামার যে সবুজ শ্যামল
ফসল ভরা মাঠে,
দেখতে পাবে শাক-সবজি ঐ
পল্লী গাঁয়ের হাটে।
সবুজ মাঠের শ্যামল ছায়া
আছে আমার গ্ৰামে,
সবার পাশে সবাই আছে
আনন্দ আর ধামে।
0
বেশ চমৎকার। মুগ্ধ, কবি।