0
একদিন একজনকে আমি বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে ডেকে নিয়ে এসে বলি, এই ফুলটি নাওতো।কিন্তু কোথায় তাকে পাব, সে কোথাও নাই। মন চায় বিজনে, নগরে, গুহাতে তাকে খুঁজে ফিরি। কিন্তু কোথাও সে নাই, কোথায় তাকে পাব।তাকে যদি পেতাম বলতাম, কোথায় তুমি লুকিয়েছিলে, তোমাকে খুঁজে খুঁজে যে আমি দিশেহারা। কিন্তু কোথায় তাকে পাব? আল্লাহ যদি আমাকে তাকে ফিরিয়ে দিতেন আল্লাহকে একটি বড় ধন্যবাদ দিতাম।আল্লাহ কি দিবেন? মনে হচ্ছে তো দিবেননা।দিলে তো অনেক আগেই দিতেন।”হে আল্লাহ তুমি এমন করলে কেন, দেয়ার জিনিস নিয়ে গেলে!” আল্লাহ যদি আবার কোনদিন ফিরিয়ে দেয় সত্যিই বড় এক ধন্যবাদ দেব।
0