কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

0

কৃষকের মুখে হাসি

আফছানা খানম অথৈ

ক্ষেত ভরা ধান আর
জল ভরা দীঘি,
কৃষকের উঠোন জুড়ে
শুধু ধানের সারি।
মুখে হাসি বুকে বল
চারদিকে সোনার ধান,
কতো স্বপ্ন কতো আশা
বাঁধবে সুখের বাসা।
গোলা ভরা ধান
আর গোয়াল ভরা গরু,
কৃষকের ঘরে
থাকে বারো মাস।
নতুন ধানের চালের পিঠা
বানাই কৃষাণি,
মনের সুখে খাই কৃষক
তৃপ্তি মিটায়ে।
সকাল হলে মাঠে যাই
ফিরে সন্ধ্যাবেলা,
সারাদিন কামলা খাটে
তবু ও নেই কোন যন্ত্রণা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply