0
কৃষকের মুখে হাসি
আফছানা খানম অথৈ
ক্ষেত ভরা ধান আর
জল ভরা দীঘি,
কৃষকের উঠোন জুড়ে
শুধু ধানের সারি।
মুখে হাসি বুকে বল
চারদিকে সোনার ধান,
কতো স্বপ্ন কতো আশা
বাঁধবে সুখের বাসা।
গোলা ভরা ধান
আর গোয়াল ভরা গরু,
কৃষকের ঘরে
থাকে বারো মাস।
নতুন ধানের চালের পিঠা
বানাই কৃষাণি,
মনের সুখে খাই কৃষক
তৃপ্তি মিটায়ে।
সকাল হলে মাঠে যাই
ফিরে সন্ধ্যাবেলা,
সারাদিন কামলা খাটে
তবু ও নেই কোন যন্ত্রণা।

0