কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

0

কৃষকের মুখে হাসি

আফছানা খানম অথৈ

ক্ষেত ভরা ধান আর
জল ভরা দীঘি,
কৃষকের উঠোন জুড়ে
শুধু ধানের সারি।
মুখে হাসি বুকে বল
চারদিকে সোনার ধান,
কতো স্বপ্ন কতো আশা
বাঁধবে সুখের বাসা।
গোলা ভরা ধান
আর গোয়াল ভরা গরু,
কৃষকের ঘরে
থাকে বারো মাস।
নতুন ধানের চালের পিঠা
বানাই কৃষাণি,
মনের সুখে খাই কৃষক
তৃপ্তি মিটায়ে।
সকাল হলে মাঠে যাই
ফিরে সন্ধ্যাবেলা,
সারাদিন কামলা খাটে
তবু ও নেই কোন যন্ত্রণা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply