0
দ্রব্যমূল্যর উর্ধবগতি
আফছানা খানম অথৈ
দ্রব্যমূল্যর উর্ধবগতি
বাড়ছে দিনে দিনে,
অনাহারীর মুখের খাবার
কেড়ে নিছে লোকে ।
সোনারদেশ বাংলাদেশ
এখন নাই আগেরবেস,
ব্যবসায়ীরা পেতেছে ফাঁদ
দ্রব্যমূল্য করছে গুদামজাত।
চালের কেজি সত্তর টাকা
আলুর কেজি পঞ্চাশ,
এমনিভাবে বাড়ছে
দৈনন্দিন দ্রব্যমূল্যর দাম।
দ্রব্যমূল্যর দাম দেখে
গরীব দুখী হয়রান,
দিনমজুর আর পথচারী
না খেয়ে আছে দিনরাত্রি।
আয়ের সাথে নাই মিল
ব্যয়ের পাল্লা অধিক,
আমজনতা মরবে ভাতে
লাশ পড়বে রাস্তাঘাটে।

0