কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

0

দ্রব্যমূল্যর উর্ধবগতি

আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি
বাড়ছে দিনে দিনে,
অনাহারীর মুখের খাবার
কেড়ে নিছে লোকে ।
সোনারদেশ বাংলাদেশ
এখন নাই আগেরবেস,
ব্যবসায়ীরা পেতেছে ফাঁদ
দ্রব্যমূল্য করছে গুদামজাত।
চালের কেজি সত্তর টাকা
আলুর কেজি পঞ্চাশ,
এমনিভাবে বাড়ছে
দৈনন্দিন দ্রব্যমূল্যর দাম।
দ্রব্যমূল্যর দাম দেখে
গরীব দুখী হয়রান,
দিনমজুর আর পথচারী
না খেয়ে আছে দিনরাত্রি।
আয়ের সাথে নাই মিল
ব্যয়ের পাল্লা অধিক,
আমজনতা মরবে ভাতে
লাশ পড়বে রাস্তাঘাটে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply