কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

0

দ্রব্যমূল্যর উর্ধবগতি

আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি
বাড়ছে দিনে দিনে,
অনাহারীর মুখের খাবার
কেড়ে নিছে লোকে ।
সোনারদেশ বাংলাদেশ
এখন নাই আগেরবেস,
ব্যবসায়ীরা পেতেছে ফাঁদ
দ্রব্যমূল্য করছে গুদামজাত।
চালের কেজি সত্তর টাকা
আলুর কেজি পঞ্চাশ,
এমনিভাবে বাড়ছে
দৈনন্দিন দ্রব্যমূল্যর দাম।
দ্রব্যমূল্যর দাম দেখে
গরীব দুখী হয়রান,
দিনমজুর আর পথচারী
না খেয়ে আছে দিনরাত্রি।
আয়ের সাথে নাই মিল
ব্যয়ের পাল্লা অধিক,
আমজনতা মরবে ভাতে
লাশ পড়বে রাস্তাঘাটে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply