0
বিজয়ের গান
মোহাম্মদ আকিফ মনসুরী
একাত্তরে মুক্তিসেনা
দিলো কত প্রাণ।
তাঁদের জন্য পেলাম স্বদেশ
বিজয় ফুলের ঘ্রাণ।
কত শহিদের কত রক্তে
ভিজলো বাংলার মাটি।
ভাসলো অশ্রুর জলে কত
মায়ের নয়ন দু’টি।
ডিসেম্বরের ষোলোয় এলো
বিজয় এলো সম্মান।
হৃদয় টানে, ঐক্যপ্রাণে
গাই বিজয়ের গান।
মোহাম্মদ আকিফ মনসুরী
এইচএসসি ২০২৩,
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

0
ভালো লিখেছেন কবি