কবিতা: বিজয়ের গান

0

বিজয়ের গান

মোহাম্মদ আকিফ মনসুরী

একাত্তরে মুক্তিসেনা
দিলো কত প্রাণ।
তাঁদের জন্য পেলাম স্বদেশ
বিজয় ফুলের ঘ্রাণ।

কত শহিদের কত রক্তে
ভিজলো বাংলার মাটি।
ভাসলো অশ্রুর জলে কত
মায়ের নয়ন দু’টি।

ডিসেম্বরের ষোলোয় এলো
বিজয় এলো সম্মান।
হৃদয় টানে, ঐক্যপ্রাণে
গাই বিজয়ের গান।

মোহাম্মদ আকিফ মনসুরী
এইচএসসি ২০২৩,
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “কবিতা: বিজয়ের গান”

Leave a Reply