কবিতা মহাননেতা বঙ্গবন্ধু আফছানা খানম অথৈ

0

মহাননেতা বঙ্গবন্ধু

আফছানা খানম অথৈ

বাংলাদেশ ছিলো পরাধীন
ছিলো না স্বাধীনতা,
পশ্চিমারা শাসন করতেন
কামলা খাটত বাঙালীরা।
দিনেদিনে বেড়ে উঠে
অত্যাচার, অবিচার,নির্যাতন,
বাঙালীরা সইতে পারলো না
ভীনদেশীদের শোষণ নির্যাতন।
এদেশের অর্জিত অর্থ নিয়ে যেতেন
পশ্চিমারা তাদের দেশে,
বঞ্চিত হতেন বাঙালীরা
সকল সুযোগ সুবিধা থেকে।
প্রতিবাদী জনতা রুখে দাঁড়ালো
তাদের অধিকার আদায়ের জন্য,
ছাড় দিলো না পাকিস্তানিদের
আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো।
মহাননেতা বঙ্গবন্ধু দিলেন
স্বাধীনতার ডাক,
ক্ষিপ্ত জনতা ঝাঁপিয়ে পড়লো
করলো প্রাণপণ যুদ্ধ।
পরাজিত হলো পশ্চিমারা
লেজ গুটিয়ে পালালো,
ছিনিয়ে আনলো বাংলার স্বাধীনতা
জয় বাংলার জয়,জয় মহাননেতা বঙ্গবন্ধুর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply