কবিতা মহাননেতা বঙ্গবন্ধু আফছানা খানম অথৈ

play icon Listen to this article
0

মহাননেতা বঙ্গবন্ধু

আফছানা খানম অথৈ

বাংলাদেশ ছিলো পরাধীন
ছিলো না স্বাধীনতা,
পশ্চিমারা শাসন করতেন
কামলা খাটত বাঙালীরা।
দিনেদিনে বেড়ে উঠে
অত্যাচার, অবিচার,নির্যাতন,
বাঙালীরা সইতে পারলো না
ভীনদেশীদের শোষণ নির্যাতন।
এদেশের অর্জিত অর্থ নিয়ে যেতেন
পশ্চিমারা তাদের দেশে,
বঞ্চিত হতেন বাঙালীরা
সকল সুযোগ সুবিধা থেকে।
প্রতিবাদী জনতা রুখে দাঁড়ালো
তাদের অধিকার আদায়ের জন্য,
ছাড় দিলো না পাকিস্তানিদের
আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো।
মহাননেতা বঙ্গবন্ধু দিলেন
স্বাধীনতার ডাক,
ক্ষিপ্ত জনতা ঝাঁপিয়ে পড়লো
করলো প্রাণপণ যুদ্ধ।
পরাজিত হলো পশ্চিমারা
লেজ গুটিয়ে পালালো,
ছিনিয়ে আনলো বাংলার স্বাধীনতা
জয় বাংলার জয়,জয় মহাননেতা বঙ্গবন্ধুর।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply