0
” মুক্তির সনদ”
বুলবুলিটি খাঁচা থেকে আজ মুক্তি পেয়েছে,
আজ সে উড়বে আকাশে
বুলবুলিটি আনন্দিত কারণ
সে বহুদিন পর ডানা ঝাপটাবে বাতাসে।
আজ সে দেখবে
ধরণীকে নতুন করে
আজ সে তাল মিলাবে
প্রকৃতির সুরে।
মুগ্ধ হবে সে
প্রকৃতির রূপে
ক্ষুব্ধ হবে সে
মানুষের মনের ক্ষুভে।
জানবে আজ
এক নতুন ভয়কে
চিনবে আজ
মনুষ্যত্বহীন শিকারীর রূপকে।
শিখবে সে
লড়াই করতে
বাঁচবে সে
নতুন ভুবন গড়তে।
.. Arpita🖋🖊।।
আরো পড়ুন-
- অনলাইনে লেখালেখি
- স্যামন মাছের বৈচিত্র্যময় জীবন কাহিনী
- হলুদ গোলাপ ফুলের ছবি
- বাংলা শব্দের অর্থ ভান্ডার
- বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে?
0
ভালো লাগলো