কবিতা (মুক্তির সনদ)

0

” মুক্তির সনদ”

বুলবুলিটি খাঁচা থেকে আজ মুক্তি পেয়েছে,

আজ সে উড়বে আকাশে

বুলবুলিটি আনন্দিত কারণ

সে বহুদিন পর ডানা ঝাপটাবে বাতাসে।

আজ সে দেখবে

ধরণীকে নতুন করে

আজ সে তাল মিলাবে

প্রকৃতির সুরে।

মুগ্ধ হবে সে

প্রকৃতির রূপে

ক্ষুব্ধ হবে সে

মানুষের মনের ক্ষুভে।

জানবে আজ

এক নতুন ভয়কে

চিনবে আজ

মনুষ্যত্বহীন শিকারীর রূপকে।

শিখবে সে

লড়াই করতে

বাঁচবে সে

নতুন ভুবন গড়তে।

.. Arpita🖋🖊।।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

One Reply to “কবিতা (মুক্তির সনদ)”

Leave a Reply