0
শেখ রাসেল
আফছানা খানম অথৈ
রাসেল সোনা চাঁদের কনা
সবার চোখের মনি,
হেসে খেলে সবার সাথে
করতো দুষ্টামি।
বাবা যখন জেলে যেত
কাঁদতো সে গাল ফুলিয়ে,
আব্বু আব্বু বলে ডাকতো
মায়ের গলা জড়িয়ে।
বাধ্য হয়ে মা তখনি
ছুটে যেতেন জেলে,
বাবার গলা জড়িয়ে ধরে
চুমু খেত বারে বারে।
বাবা ছেলের আদর দেখে
কাঁদত মা জননী,
চোখের পানি মুছে দিয়ে
বাবা বলতেন, রাসেন সোনা
যাও বাড়ি ফিরে যাও।
১৫ ই আগস্টের ভয়াল রাতে
নিহত হলো বঙ্গবন্ধুর পরিবার
রেহাই পেলো না ছোট্ট রাসেল
ঘাতকদের হাতে মরতে হলো তাকে।

0