কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

0

শেখ রাসেল

আফছানা খানম অথৈ

রাসেল সোনা চাঁদের কনা
সবার চোখের মনি,
হেসে খেলে সবার সাথে
করতো দুষ্টামি।
বাবা যখন জেলে যেত
কাঁদতো সে গাল ফুলিয়ে,
আব্বু আব্বু বলে ডাকতো
মায়ের গলা জড়িয়ে।
বাধ্য হয়ে মা তখনি
ছুটে যেতেন জেলে,
বাবার গলা জড়িয়ে ধরে
চুমু খেত বারে বারে।
বাবা ছেলের আদর দেখে
কাঁদত মা জননী,
চোখের পানি মুছে দিয়ে
বাবা বলতেন, রাসেন সোনা
যাও বাড়ি ফিরে যাও।
১৫ ই আগস্টের ভয়াল রাতে
নিহত হলো বঙ্গবন্ধুর পরিবার
রেহাই পেলো না ছোট্ট রাসেল
ঘাতকদের হাতে মরতে হলো তাকে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply