কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

0

কবিতা
শ্রেষ্ঠ নবী
আফছানা খানম অথৈ

নুরের নবী দয়ার ছবি
এলেন দুনিয়ায়,
আলোকিত করলেন
সমস্ত দুনিয়া।

নুরের নবী দয়ার খনি
দিল মহব্বতে ভরা,
জীবন দিয়ে ভালোবাসলেন
মানুষ সৃষ্টির সেরা।

শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা:)
যার নেই কোন তুলোনা,
তার মর্যাদা দিয়েছেন
স্বয়ং আল্লাহতায়ালা।

আল্লাহর হাবীব মুহাম্মদ নবী
সত্যের দিশারী,
ইসলাম ধর্মকে করেছেন
একমাত্র সত্যের কাণ্ডারি।

ইসলাম সত্যের ধর্ম
নেই কোন ভেজাল,
পালন কর প্রত্যেক
মুমিন মুসলমান।
জীবন হবে সুখময়
পরকালে পাবে জান্নাত।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply