কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

0

কবিতা
শ্রেষ্ঠ নবী
আফছানা খানম অথৈ

নুরের নবী দয়ার ছবি
এলেন দুনিয়ায়,
আলোকিত করলেন
সমস্ত দুনিয়া।

নুরের নবী দয়ার খনি
দিল মহব্বতে ভরা,
জীবন দিয়ে ভালোবাসলেন
মানুষ সৃষ্টির সেরা।

শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা:)
যার নেই কোন তুলোনা,
তার মর্যাদা দিয়েছেন
স্বয়ং আল্লাহতায়ালা।

আল্লাহর হাবীব মুহাম্মদ নবী
সত্যের দিশারী,
ইসলাম ধর্মকে করেছেন
একমাত্র সত্যের কাণ্ডারি।

ইসলাম সত্যের ধর্ম
নেই কোন ভেজাল,
পালন কর প্রত্যেক
মুমিন মুসলমান।
জীবন হবে সুখময়
পরকালে পাবে জান্নাত।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

Leave a Reply