0
কবিতা
শ্রেষ্ঠ নবী
আফছানা খানম অথৈ
নুরের নবী দয়ার ছবি
এলেন দুনিয়ায়,
আলোকিত করলেন
সমস্ত দুনিয়া।
নুরের নবী দয়ার খনি
দিল মহব্বতে ভরা,
জীবন দিয়ে ভালোবাসলেন
মানুষ সৃষ্টির সেরা।
শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা:)
যার নেই কোন তুলোনা,
তার মর্যাদা দিয়েছেন
স্বয়ং আল্লাহতায়ালা।
আল্লাহর হাবীব মুহাম্মদ নবী
সত্যের দিশারী,
ইসলাম ধর্মকে করেছেন
একমাত্র সত্যের কাণ্ডারি।
ইসলাম সত্যের ধর্ম
নেই কোন ভেজাল,
পালন কর প্রত্যেক
মুমিন মুসলমান।
জীবন হবে সুখময়
পরকালে পাবে জান্নাত।

0