1
দুঃখ
জোবায়ের হোসাইন সাকিব
নিজের দুঃখ বক্ষে চাপিয়া
চলি ওগো সদা হাসিয়া
নিজেকে ভাবি শিমুল তুলো
সাদা বক হয়ে উড়ি যন্ত্রণা সব ভুলিয়া।
পাইনে কাউকে বলিব ব্যথা
নিজে সয়ে যাই সারাবেলা
আমারে দেখিলে পাখিরা কাঁদে
আমি কাঁদি ওদের অশ্রুজল বুঝিয়া।
আমি যে আছি দুঃখ সাগরে
যেথায় পানি বাড়ছে ইঞ্চি ইঞ্চি করে
আমারে উঠাইয়া কেউ ভুল করেনা
আমিই দুঃখ সকল লোকের অন্তরে।
০৮ নভেম্বর ২০২৩
আরো পড়ুন-
- আইয়ান নামের অর্থ কি?
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- কোয়ান্টাম কি?
- চন্ডাল শব্দের অর্থ কি?
- বেলের উপকারিতা

1
চমৎকার লেখা। খুব আবেদনময়।