কবিতা

1

দুঃখ

জোবায়ের হোসাইন সাকিব

নিজের দুঃখ বক্ষে চাপিয়া
চলি ওগো সদা হাসিয়া
নিজেকে ভাবি শিমুল তুলো
সাদা বক হয়ে উড়ি যন্ত্রণা সব ভুলিয়া।
পাইনে কাউকে বলিব ব্যথা
নিজে সয়ে যাই সারাবেলা
আমারে দেখিলে পাখিরা কাঁদে
আমি কাঁদি ওদের অশ্রুজল বুঝিয়া।
আমি যে আছি দুঃখ সাগরে
যেথায় পানি বাড়ছে ইঞ্চি ইঞ্চি করে
আমারে উঠাইয়া কেউ ভুল করেনা
আমিই দুঃখ সকল লোকের অন্তরে।

০৮ নভেম্বর ২০২৩

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md. Zobayer Hossain Sakib

Author: Md. Zobayer Hossain Sakib

আমি মো: জোবায়ের হোসাইন সাকিব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

One Reply to “কবিতা”

Leave a Reply