0
ভাল লাগা থেকে ভালবাসা, ভালবাসা থেকে প্রণয়, প্রণয় থেকে পরিণয়।
এভাবে ভালবাসা হয়েছিল।
সে ভালবাসা আজ কোথায়?
সে ভালবাসা’ পেলে বলতাম, তুমি এত দূরে দূরে কেন!
তুমি কাছে আস।
সে যদি বলত, আমিতো কাছেই।
আমি বলতাম, আরো কাছে আস।
সে যদি আরো কাছে আসত আমি তাকে এমন একটি গোলাপ উপহার দিতাম যে গোলাপের নাম সুন্দর।

0