0
যাকে তুমি ভালবাসনা তাকে তুমি চাইবেনা।তুমি শুধু তাকেই চাইবে যাকে তুমি ভালবাস।আমি ভালবাসি মিশরের ক্লিওপেট্রা। সে ক্লিওপেট্রা কি আমার হবে?
রত্না দি, রত্না দি একটা দা’ দাওতো।দা’ দিয়ে কি করবে?একটা কুড়াল কাটব।কুড়াল কেটে কি করবে? একটা খন্তা বানাব।খন্তা বানিয়ে কি করবে? একটা গড়্ খুঁড়ব।গড়্ খুঁড়ে কি করবে? কিছু মাটি জমা রাখব।মাটি জমা রেখে কি হবে? দেখব সেখানে মিশরের ক্লিওপেট্রা নেতিয়ে উঠে কিনা।
0