0
মরার পরে তোমাকে কি করা হবে?
প্রশ্ন করা হবে, তুমি কোথায় ছিলে?
তুমি বলবে,তুমি পৃথিবীতে ছিলে।
তারপর আবার প্রশ্ন করা হবে, তুমি কি করেছিলে?
তুমি বলবে, তুমি কাজ করেছিলে।
তারপর তোমাকে প্রশ্ন করা হবে,তুমি কেমন কাজ করেছিলে?
তুমি বলবে, তুমি ভাল কাজ করেছিলে।
আসলে কি তুমি ভাল কাজ করেছিলে?
তুমি করেছিলে খারাপ।
তখন তোমাকে শাস্তি পেতে হবে।
কাজেই এমন কোন কাজ কোরোনা যা খারাপ।
0