0
আজ আমার কি করতে ইচ্ছে হচ্ছে?
গান গাইতে ইচ্ছে হচ্ছে।
কেন?
আজ আমার ভাল লাগছে।
কেন আজ আমাকে কেউ ভালবাসি বলেছে।
এমন একটি দিন কেন আগে আসেনি সেটাই প্রশ্ন। আগে আসলে তো আগে গান গাইতাম।
এমন একটি দিন যেন কারো জীবনে না আসে যেদিন সে গান গাইতে পারবেনা।

0