0
পরের কথায় বিশ্বাস করে
গুজব ছড়ায় আজ,
নিজের বিবেক হরণ করা
নিম্নমানের কাজ।
গুজব ছড়ায় অন্ধের মতো
মগজে নেই জ্ঞান,
বলছি শুধু পরের কাছে
চিল নিয়েছে কান।
যাচাই বাছাই না করে ভাই
পরের কথা তাই,
লোক সমাজে নানান ভাবে
বলে আমরা যাই।
পরের কথায় কান দিয়ে আজ
যাচ্ছে চলে মান,
পরের কথা বলার সময়
ভাবলে থাকে শান।
নিজের বিবেক বোধে চললে
পাবে অনেক দাম,
সঠিক কথায় মানটা পাবে
ফুটবে ততো নাম।
আরো পড়ুন-

0