লেখক ডট মি এর নতুন লেখা

ঘৃণা জন্মেছে ঘৃণা 😡😡😡

0

ঘৃণা
– রাফিয়া নূর পূর্বিতা

ঘৃণা জন্মেছে ঘৃণা
আজন্ম লালিত ঘৃণা
কালো চামড়ার মুচির ঘৃণা
রুক্ষতম চামড়ায় লাগা , ধূলিকনার ঘৃণা ।

ট্রাম ,গাড়ি, বাসে ভরা রাস্তা
ল্যাংড়া , কানা , খোড়াগুলো সস্তা
ছন্দহীন কঠোর গদ্য
হাতুরি আঘাত , বিবাগী পদ্ম
মগজে আঘাত , কড়কড় ধ্বনি
তীব্র রোদ চোখে অবনতি ।

ব্যথা ব্যথা প্রচণ্ড ব্যথা
লাথি ঝাটা খাওয়া আমরা কুত্তা
মুচি নামের কুত্তা?
রিকশাওয়ালা নামের কুত্তা?
দরিদ্র্য নামের কুত্তা?

আর কতবার আর কতবার
আর কতবার শুনতে হবে মিথ্যো অপবাদ??
আর কতবার অপমান?
আর কতবার পুড়ে যাবে সবুজ মগজ?
আর কতবার পুড়বে কবিতা?

স্ট্যটাস নিয়ে ঘুরে বেড়ানো কলঙ্কিত মেধারা
লক্ষ লক্ষ ফলোয়ারওয়ালা সেরারা ,
গোল্ড মেডেলে কালিমা , শিল্পে কলঙ্ক ।

রাস্তায় বুট পড়ে ঘোরা গাড়িওয়ালারাও জানে
আসল কুত্তা কারা??

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Rafia Noor Purbita(Tafshara purbita)

Author: Rafia Noor Purbita(Tafshara purbita)

Alhamdulillah kobitar por Abar golpar jogota Asta cholachi😊😊😊

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

2 Replies to “ঘৃণা জন্মেছে ঘৃণা 😡😡😡”

Leave a Reply