লেখক ডট মি এর নতুন লেখা

ঘৃণা জন্মেছে ঘৃণা 😡😡😡

play icon Listen to this article
0

ঘৃণা
– রাফিয়া নূর পূর্বিতা

ঘৃণা জন্মেছে ঘৃণা
আজন্ম লালিত ঘৃণা
কালো চামড়ার মুচির ঘৃণা
রুক্ষতম চামড়ায় লাগা , ধূলিকনার ঘৃণা ।

ট্রাম ,গাড়ি, বাসে ভরা রাস্তা
ল্যাংড়া , কানা , খোড়াগুলো সস্তা
ছন্দহীন কঠোর গদ্য
হাতুরি আঘাত , বিবাগী পদ্ম
মগজে আঘাত , কড়কড় ধ্বনি
তীব্র রোদ চোখে অবনতি ।

ব্যথা ব্যথা প্রচণ্ড ব্যথা
লাথি ঝাটা খাওয়া আমরা কুত্তা
মুচি নামের কুত্তা?
রিকশাওয়ালা নামের কুত্তা?
দরিদ্র্য নামের কুত্তা?

আর কতবার আর কতবার
আর কতবার শুনতে হবে মিথ্যো অপবাদ??
আর কতবার অপমান?
আর কতবার পুড়ে যাবে সবুজ মগজ?
আর কতবার পুড়বে কবিতা?

স্ট্যটাস নিয়ে ঘুরে বেড়ানো কলঙ্কিত মেধারা
লক্ষ লক্ষ ফলোয়ারওয়ালা সেরারা ,
গোল্ড মেডেলে কালিমা , শিল্পে কলঙ্ক ।

রাস্তায় বুট পড়ে ঘোরা গাড়িওয়ালারাও জানে
আসল কুত্তা কারা??

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Rafia Noor Purbita(Tafshara purbita)

Author: Rafia Noor Purbita(Tafshara purbita)

Alhamdulillah kobitar por Abar golpar jogota Asta cholachi😊😊😊

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

ওগো নীল দুটি পাখি কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি,

2 Replies to “ঘৃণা জন্মেছে ঘৃণা 😡😡😡”

Leave a Reply