0
গরম বেশি হাফায় বাবু
গায়ে মাখে জল,
ডাকলে মা’য়ে চোখ পাকিয়ে
দেখায় দেহে বল।
চোখ ইশারায় মায়ের বলে
থাকো তুমি চুপ,
ফকলা দাঁতে হাসতে থাকে
দিচ্ছে কতো ডুব।
মিঠাই খেতে চায় না বাবু
ফলে নাকি টক,
কলম হাতে ছবি আঁকতে
আছে বাবুর শখ।
খেলতে গিয়ে বায়না ধরে
মজা অনেক পায়,
খেলার জন্য অনেক কিছু
কিনতে শুধু চায়।
খেলার মাঠে বেজায় খুশি
পেতে চায় যে জয়,
কুঁচকে কপাল গোমড়া মুখে
ভীষণ ক্ষোভে রয়।

0