0
কালও বলেছি ভালবাসি,আজও বলছি ভালবাসি,ভবিষ্যতেও বলব ভালবাসি।
অথচ তুমি আমার কথা বিশ্বাস করনা। কেন তুমি আমার কথা বিশ্বাস করনা একটু বলতে পার কি? না, না আমি বলবনা।
এ তোমার ছলনা।
এ ছলনা থেকে মুক্তির উপায় কি? মুক্তির কোন উপায় নেই।
তাহলে তুমি সবচেয়ে বড় ছলনা কর।
সে ছলনাতো অনেক আগেই করেছি।
এ ছলনা সব ছলনা’ ছাড়িয়ে গেল।
0