0
যদি জীবন না থাকত তাহলে কি মরন থাকত? না, মরন থাকতনা।তার মানে জীবন আছে বলেই মরন আছে।
তুমি আমাকে সে জীবন দাও যে জীবনের কোন শেষ নেই। সে জীবন পেলে বলব, মরন নেই।
না না সে জীবন দেওয়া সম্ভব নয়। কেন?
সব জীবনেরই মরন আছে।
তাহলে এমন জীবন সৃষ্টি হল কেন যে জীবনের শেষ আছে? এমন জীবন পেলে তো মন মত ভালবাসা যায়না।
আমি তোমাকে পরজনমে এমন জীবন দেব।
আমি পরজনমে এমন জীবন চাইনা।
তাহলে?
এ জীবন যেন এখানেই তার জীবন হারায়।

0