টাকা

play icon Listen to this article
0

আমার টাকা হলে আমি কি করতাম?

আমি শয়তানকে থুথু মারতাম।বলতাম, তোর টাকা নাই।

শয়তান যদি বলত, টাকা আছে তো কি হয়েছে?

আমি বলতাম টাকা দিয়ে সব করা যায়। এমনকি তোকেও পাওয়া।

যদি বলত কিভাবে?

আমি বলতাম তোর শয়তানি কিনে নিতাম।

যদি বলত, সেটা কিভাবে?

আমি বলতাম তুই যাকে ধোকা দিবি আমি তাকে কিনে নিতাম।

শয়তান তখন, নিশ্চয়ই বলত এ কথা আগে বলবিনা! আগে  বললেতো আমি শয়তানি বাদ দিয়ে টাকার ধান্দা করতাম।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply