0
আকাশ তারার দিকে চেয়ে থাকে, তারা আকাশের দিকে চেয়ে থাকে;আকাশ তারাকে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবনা, তারা আকাশকে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবনা।
শেষ পর্যন্ত তাদের মধ্যে ভালবাসা হয়।
সে ভালবাসা অনেক গভীর………….।
আজ আবার সে ভালবাসা ফিরে এসেছে, আজ তারা আনন্দে ভাসছে।
তাইতো তোমার নামে ছবি আঁকি
তাইতো তোমার নামে গান গাই
তাইতো তোমার নামে পত্র লিখি
তাইতো তোমার নামে বিলেত যাই।
তুমি যদি একবার আমাকে ভালবাসি বলতে কত কি হত!
তুমি একবারও আমাকে ভালবাসি বলনা, এখন আমার মনে হচ্ছে আমার সব তাইতো মিথ্যা।

0