0
আজ তুমি আমার আছ?
না, আজ তুমি আমার নেই।
তাহলে আজ তুমি কার?
আজ তুমি অন্যের।
তাহলে আজ তোমাকে কি করতে হবে?
আজ তোমাকে মেরে ফেলতে হবে।
আজ যদি তোমাকে মেরে ফেলি তাহলে কি হবে?
কাল তোমাকে পাবনা।
তাহলে?
আজ তোমাকে বাঁচিয়ে রাখতে হবে।
আজ যদি বাঁচিয়ে রাখি তাহলে কাল কি হবে?
কাল তোমাকে পেতে পারি।
কাল যদি না পাই?
তাহলে পরশু পেতে পারি।
পরশু যদি না পাই?
তাহলে পরের দিনের আশা করতে হবে।
পরের দিন যদি না পাই?
তাহলে তার পরের দিনের আশা করতে হবে।
যদি কোনদিনই না পাই?
তাহলে দিনের পর’ যে দিন আছে সে দিনের আশা করতে হবে।
তার মানে?
তোমাকে কখনও মারা যাবেনা।
0