0
তোমার জন্য কাঁদে আমার মন।
বল আমি কি করি এখন?
সেথায় আমি হারিয়ে যেতে চাই
যেথায় ওগো কোথাও কেউ নাই
সেথায় গিয়ে পাই যদি মন
বলব, এথায় থাকব সারাক্ষণ।
ভাসে ভাসে ঐ গাং চিল ভাসে
তোমায় দেখে শুধু সে হাসে
আমি শুধু গাই তার গান
সে যে আমার ভেলা সারাক্ষণ।
এই আকাশে কোন আকাশ নাই
আমি ওগো কোথায় যাই?
সে যে আমার ভেলা সারাক্ষণ
সে কথাতে ফাসে আমার মন।
তুমি যদি হতে নীল আকাশ
আমি হতাম তোমার দূর্বাঘাস।
কোথায় গেলে তোমাকে পেতাম
সেই কোথাতে পাড়ি জমাতাম
এখন আমার নাইরে সময় নাই
তাইতো শুধু কান্দে আমার মন।
তোমার জন্য কাঁদে আমার মন
বল আমি কি করি এখন?

0