0
শুধু কি তোমাকে চাই? তোমার গলার হারও চাই।বল সেটা দেবে কিনা।
না, সেটা দেবনা।
তাহলে তোমাকে আমার দরকার নাই।
এবার বল আমাকে ভালবাসলে কেন?
তোমার গলার সুর সুন্দর।
সে সুর আমি মুছে ফেলব।
সুর মুছলে আমি কি ভালবাসব?
তোমার ভালবাসার দরকার নাই।
কেন?
ঐ যে বললে, হার দেবেনা।
ধর হার নাও।
এখন তোমার গলার সুরও সুন্দর।
0
ভালো লাগছে