তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন।তুমি সে চোখ দিয়ে কি বল আমি কিছুই বুঝতে পারিনা।আমি দিনরাত চেষ্টা করি সে চোখের ভাষা বুঝতে কিন্তু তা আমার আয়ত্ত্বে আসেনা।আমি যখনই তোমার সে চোখের ভাষা বুঝতে যাই কেমন একটা ধাঁধার মধ্যে পড়ে যাই; আমার কেবলই মনে হয় এ চোখের ভাষা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তুমি এমন চোখ কেন লালন কর? তুমি এ চোখ ত্যাগ করতে পারনা! এ চোখ ত্যাগ করলে তুমি ভালবাসবে কি? তাহলে বল, সে চোখ দিয়ে তুমি কি বলতে চাও।” সে চোখ দিয়ে আমি বলতে চাই, তুমিই আমার পৃথিবী, তুমিই আমার গান, তুমি ছাড়া আমি একটি মুহূর্তও বাঁচবনা।” তাহলে তুমি নিয়মিত সে চোখের যত্ন নিও।….. চোখের কিছু হলে আমাকে বোলো আমিও চেষ্টা করব সে চোখ যেন ভাল থাকে।
“এবার বল, সে চোখ দিয়ে তুমি আর কি দেখ?” “….. আমি আর কিছুই দেখিনা……।” ” তাহলে তুমি এ চোখ দিয়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিস” আদর কোরো ”
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে