তোমার চোখে চোখ রাখা যায়না

0

তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন।তুমি সে চোখ দিয়ে কি বল আমি কিছুই বুঝতে পারিনা।আমি দিনরাত চেষ্টা করি সে চোখের ভাষা বুঝতে কিন্তু তা আমার আয়ত্ত্বে আসেনা।আমি যখনই তোমার সে চোখের ভাষা বুঝতে যাই কেমন একটা ধাঁধার মধ্যে পড়ে যাই; আমার কেবলই মনে হয় এ চোখের ভাষা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তুমি এমন চোখ কেন লালন কর? তুমি এ চোখ ত্যাগ করতে পারনা! এ চোখ ত্যাগ করলে তুমি ভালবাসবে কি?  তাহলে বল, সে চোখ দিয়ে তুমি কি বলতে চাও।” সে চোখ দিয়ে আমি বলতে চাই, তুমিই আমার পৃথিবী, তুমিই আমার গান, তুমি ছাড়া আমি একটি মুহূর্তও বাঁচবনা।” তাহলে তুমি নিয়মিত সে চোখের যত্ন নিও।….. চোখের কিছু হলে আমাকে বোলো আমিও চেষ্টা করব সে চোখ যেন ভাল থাকে।

“এবার বল, সে চোখ দিয়ে তুমি আর কি দেখ?” “….. আমি আর কিছুই দেখিনা……।” ” তাহলে তুমি এ চোখ দিয়ে তোমার সবচেয়ে প্রিয়   জিনিস” আদর কোরো  ”

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

Leave a Reply