0
হাজার ব্যথা বুকের মাঝে
নিত্য দিনে কাঁদি
গভীর রাতে হৃদয়-কোণে
অশ্রূ আমি বাঁধি ।
আনন্দ নেই বিষাদ ভরা
ছিলো হৃদয় ব্যাপী,
মলিন মুখে শারীরিক সেই
দারিদ্রতা মাপি।
ক্ষুধার জ্বালায় দিশাহারা
ছিলাম সর্ব ক্ষণে,
অভাব অনটনে শান্তি
পাইনি কভু মনে।
ক্ষুধার জ্বালায় কাতর আকুল
বিলোপ নাশে কায়া,
কষ্টের কথা ভাবতে মনে
লাগে ভীষণ মায়া।
জীবন আর্থিক অনটনে
অতি কষ্ট ছিলো,
দারিদ্র্যর সেই করাল গ্রাসে
বাস্তব শিক্ষা দিলো।
শারীরিক সেই ক্ষুধা ভীষণ
ভাবে ঝলসে উঠে,
প্রমোদ কানন তৃপ্তি হীন যে
ক্ষুধার ছায়া রটে।
খোলা আকাশ,তারই নীচে
হতো রাতের শয়ন,
কষ্টে আবছা প্রতিবিম্ব
কাঁদতো দুটো নয়ন।
ক্ষুধার সাথে জীবন মরণ
যাচ্ছে লড়াই করে,
ক্ষুধার রাজ্যে গোলক ধাঁধা
যাই ইতিহাস গড়ে।
ক্ষুধার কষ্টে উপলব্ধি
পেলাম সঠিক শিক্ষা,
জীবন গড়তে মূল্যবোধে
ক্ষুধার নিলাম দীক্ষা।

0