দুঃখ বিলাস
— সাকিব আহম্মেদ স্নিগ্ধ
বরাবরের মতোই দুঃখ পুষতে আমার ভালো লাগে।
তাই তো তোমায় হারানোর তীব্র যন্ত্রণায়
দুঃখ বিলাস করছি।
ভেবেছিলাম তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো,
সেটা আর হলো না,
স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেলো।
ঘর বাঁধা হলো না আমার তোমায় নিয়ে।
তুমি তোমার মতো করে, তোমার পৃথিবী রাঙিয়ে নিলে;
আমার পৃথিবী ঘোর আঁধার করে।
ভেবেছিলাম, আসছে বসন্তে তোমায় নিয়ে
পূর্ণতার এক মহাকাব্য তৈরি করবো।
কিন্তু আমি ভাবিনি,
শ্রাবণের মতো অজস্র মুষলধারে দুঃখ জড়িয়ে অশ্রু সিক্ত চোখের নোনা জলের বড় বড় ফোঁটায়
মনের পৃষ্ঠা ভিজিয়ে সাজাতে হবে
হৃদয় ভাঙনের এক একটা অপূর্ণতার ছন্দ!
আমার কলমে সৃষ্টি হবে এক বিচ্ছেদের গল্প!
দুঃখের গোটা একটা পৃথিবী আমায় আঁকড়ে ধরলো!
আমার দুঃখে আমি একাই দুঃখী।
প্রতিটি রাত কাটে আমার বসন্তের মিথ্যা হাসি হেসে,
আর শ্রাবণের মতো অজস্র মুষলধারে
চোখের কোণে নোনা জলে।
এখন আমি দেবদাস হয়ে ভবঘুরে,
আর তুমি অন্য কারো ঘরে আছো বেশ সুখে।
দুঃখ বিলাস
0
0
ভালো লিখেছেন কবি