দুঃখ বিলাস

0

দুঃখ বিলাস

— সাকিব আহম্মেদ স্নিগ্ধ

বরাবরের মতোই দুঃখ পুষতে আমার ভালো লাগে।
তাই তো তোমায় হারানোর তীব্র যন্ত্রণায়
দুঃখ বিলাস করছি।
ভেবেছিলাম তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো,
সেটা আর হলো না,
স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেলো।
ঘর বাঁধা হলো না আমার তোমায় নিয়ে।
তুমি তোমার মতো করে, তোমার পৃথিবী রাঙিয়ে নিলে;
আমার পৃথিবী ঘোর আঁধার করে।
ভেবেছিলাম, আসছে বসন্তে তোমায় নিয়ে
পূর্ণতার এক মহাকাব্য তৈরি করবো।
কিন্তু আমি ভাবিনি,
শ্রাবণের মতো অজস্র মুষলধারে দুঃখ জড়িয়ে অশ্রু সিক্ত চোখের নোনা জলের বড় বড় ফোঁটায়
মনের পৃষ্ঠা ভিজিয়ে সাজাতে হবে
হৃদয় ভাঙনের এক একটা অপূর্ণতার ছন্দ!
আমার কলমে সৃষ্টি হবে এক বিচ্ছেদের গল্প!
দুঃখের গোটা একটা পৃথিবী আমায় আঁকড়ে ধরলো!
আমার দুঃখে আমি একাই দুঃখী।
প্রতিটি রাত কাটে আমার বসন্তের মিথ্যা হাসি হেসে,
আর শ্রাবণের মতো অজস্র মুষলধারে
চোখের কোণে নোনা জলে।
এখন আমি দেবদাস হয়ে ভবঘুরে,
আর তুমি অন্য কারো ঘরে আছো বেশ সুখে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

সাকিব আহম্মেদ স্নিগ্ধ

Author: সাকিব আহম্মেদ স্নিগ্ধ

আসসালামু আলাইকুম আমি সাকিব আহম্মেদ স্নিগ্ধ, আমি একজন কবি, আমি ২০০৩ সালের ১৭ই অক্টোবর পিরোজপুর জেলার উপজেলা মঠবাড়িয়াতে জন্মগ্রহন করি। আমর পিতা মোঃ আবু মৃধা মাতার নাম মোসাঃ রেক্সনা বেগম।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

One Reply to “দুঃখ বিলাস”

Leave a Reply