0
যদি বলি ভালবাসি- সেটা কি ভুল হবে? না ভুল হবেনা; ভাল তো বাসিই।এবার বল এ ভালবাসার প্রতিদান কি? এটি যদি কাশ্মীরি গোলাপ ফুল হয় তাহলে কম হয়ে যায়না? তুমি আমাকে সেন্টজোন্সের রাফলেসিয়া দাও সেটি নতুন রূপ পাক্।
এবার বল সে ভালবাসা দিয়ে তুমি কি করবে? সে ভালবাসা দিয়ে তুমি একটি গলার হার বানিয়ো আর সারাক্ষণ সে” দিকে চেয়ে থেকো।
এবার বল ভালবাসা কি কাজে লাগে? ভালবাসা দিয়ে হয়না এমন কিছু নাই। ভালবাসা দিয়ে গুড় হয়, মুড়ি হয়, নার’কেলের মোড়া হয়; এমনকি তালপাতার সেপাই হয়।
এবার বল তুমি কি করবে? তুমি তালপাতার সেপাইই বানিয়ো কারন সেটিই সবচেয়ে সুন্দর।
ল
0