তিনটি কথা – ৩

play icon Listen to this article
0

দুটি কথা বলেছিল কে?

কবিতা।

তিনটি কথা বলেছিল কে?

সবিতা।

তাহলে?

সবিতাকে আমি ভালবাসি।

কবিতাকে বলেছি তুমিও তিনটি কথা বল তোমাকেও আমি ভালবাসব।

কবিতা পরের দিন তিনটি  কথা বলেছিল

তখন কবিতাকেও আমি ভালবেসেছিলাম।

 

এখন আমার মনে হচ্ছে নতুন কেউ যদি ঐ তিনটি কথা বলত!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালী গ্রামের সর্দার বাড়ি।আমার আসল নাম, মোঃ আরিফ হোসেন সর্দার। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি।বর্তমানে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

Leave a Reply