0
আকাশেও তারা ছিল, পাথারেও তারা ছিল ; শুধু তুমি আমার ছিলেনা- সে কথা জানাই নার্গিসকে।
নার্গিস বলে, কেন সে তোমার ছিলনা? আমি বলি, তুমি আমার ছিলেনা এজন্য। নার্গিস বলে, ‘এখন কথা আমি তোমার থাকব; সে কি তোমার থাকবে?’
0
আকাশেও তারা ছিল, পাথারেও তারা ছিল ; শুধু তুমি আমার ছিলেনা- সে কথা জানাই নার্গিসকে।
নার্গিস বলে, কেন সে তোমার ছিলনা? আমি বলি, তুমি আমার ছিলেনা এজন্য। নার্গিস বলে, ‘এখন কথা আমি তোমার থাকব; সে কি তোমার থাকবে?’
আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।