0
আমি একজন পথশিশু। আমি হাসতে গেলে হাসি আসেনা, কাঁদতে গেলে কান্না আসেনা।আমি সারাক্ষণ লাফাতে চাই তাও পারিনা।তাহলে আমার নাম পথশিশু হল কেন? আমি বুঝি পথে পড়ে থাকি এজন্য? তাহলে আমার নাম পথশিশুই থাক।
শুনেছি পথশিশুদের কোন নাম থাকতে নেই। তাহলে আমার নাম পথশিশু দিল কে? ও বুঝেছি সেও বুঝি কোন এক দেশের এক পথশিশু ছিল । “পথশিশু পথশিশু তুমি আর কেঁদোনা, তুমি যে পথশিশু। “
0