0
আমি এক পথশিশু ; আমার ঘর নেই, দুয়ার নেই, থাকার জায়গা নেই ; ‘আমার কেবল ঘুম আসে। কিন্তু ঘুমাতে পারিনা কখন আবার কি হয়’। এখন কথা হল, আল্লাহ আমাকে বানাল কেন! আল্লাহ আমাকে না বানালেতো আমি অনেক সুখে থাকতাম।আল্লাহ আমাকে না বানিয়ে যদি একটি তালগাছ বানাতো তাহলে তো মনে হয় অনেক ভাল হত; কারন তালগাছের দিকে চেয়ে দিন কাটাতে পারতাম!
0