পদতলে – ভাস্কর পাল 

0

পদতলে

  • ভাস্কর পাল

 

থাকিনু তোমার চরণও যুগলে লুটায় মম প্রাণ

তোমারও পদতলে দিও মোরে কেবল স্থান।

 

নির্ভয়ে অর্পণ করি জীবনের সুপ্ত বার্তা গুলি

তুমি কেবল শুনিও সময় লয়ে সুপ্ত গল্প খানি।

 

স্তব্ধতা এনো ঠোঁটের কোণেতে শিথিল হয়ে বসে-

আমি চাহিবো তোমা মুখপানে, চাতক পাখির বেশে।

 

শক্তি মোর অতি অল্প, তুমি দিও কিছু ধার

সকল যুদ্ধে থেকো পাশে, হয়ে আমার ঢাল।

 

বৃষ্টি হলে ধরতে দিও আমার চোখের জল

মাধবীলতায় সাজিয়ে দেবো তোমার খোঁপার তল।

 

সুযোগ দিও আমায় তুমি সাজাতে তোমার চরণ

নতুন পুষ্পে তোমায় আমি প্রত্যহ করিব বরণ।

 

রক্ত জবার লাল রঙেতে চরণ দেবো সাজায়ে-

তোমারে করিব পুজ্জিত আমি, শঙ্খ ধ্বনি বাজায়ে।

 

ক্লান্ত দিবার বাতাস হয়ে দলবো তোমার কেশ

কপলতলে চুলের মেলায় দেখবো নতুন বেশ।

 

অন্ধ রাতের ছন্দ হয়ে আসবো তোমার কাছেতে

পায়ের সেই নূপুর ধ্বনি বাজবে তোমার কানেতে।

 

পদতলে কেবল দিও ঠাই আর কিছু নাহি চাই

তোমারও চরণও সেবায় আমি অমৃত সুখ পাই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply