পদ্য ভুলে আসি গদ্যে

play icon Listen to this article
0

কী যে লিখি আসে না মাথায় ছাইপাশ কোন ছন্দ
ভুলের ছন্দে ভরে ওঠে লেখা – শেষে দেখি হয় এক পদ্য।

এমন জাতের একটি পদ্যের দু’লাইন তুলে দিই
পড়ো তোমরা না দিয়ে গালমন্দ-
“দেখি বৃষ্টির গন্ধ বড় নাকি আঁশটে
আকাশে বজ্রের রঙ বড় নাকি ঘোলাটে।”

এই ধরনের উদ্ভট চিন্তা কল্পনায় আসায়
ভুলে যাই আমার নাম কী?
কথা শুনে হেসে উঠে মাথা বলে,
আর আমায় নিয়ে মশকরা করবি কি?

তখন ভুলে ভাবনা টাবনা ছাড়ি এমনতর পদ্য রচনা
ফিরে আসি কথার সাগরে যার অপর নাম গদ্য বন্ধুরা।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া,৩০শে এপ্রিল,২০২৩

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply