পদ্য ভুলে আসি গদ্যে

0

কী যে লিখি আসে না মাথায় ছাইপাশ কোন ছন্দ
ভুলের ছন্দে ভরে ওঠে লেখা – শেষে দেখি হয় এক পদ্য।

এমন জাতের একটি পদ্যের দু’লাইন তুলে দিই
পড়ো তোমরা না দিয়ে গালমন্দ-
“দেখি বৃষ্টির গন্ধ বড় নাকি আঁশটে
আকাশে বজ্রের রঙ বড় নাকি ঘোলাটে।”

এই ধরনের উদ্ভট চিন্তা কল্পনায় আসায়
ভুলে যাই আমার নাম কী?
কথা শুনে হেসে উঠে মাথা বলে,
আর আমায় নিয়ে মশকরা করবি কি?

তখন ভুলে ভাবনা টাবনা ছাড়ি এমনতর পদ্য রচনা
ফিরে আসি কথার সাগরে যার অপর নাম গদ্য বন্ধুরা।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া,৩০শে এপ্রিল,২০২৩


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply