পদ্য ভুলে আসি গদ্যে

0

কী যে লিখি আসে না মাথায় ছাইপাশ কোন ছন্দ
ভুলের ছন্দে ভরে ওঠে লেখা – শেষে দেখি হয় এক পদ্য।

এমন জাতের একটি পদ্যের দু’লাইন তুলে দিই
পড়ো তোমরা না দিয়ে গালমন্দ-
“দেখি বৃষ্টির গন্ধ বড় নাকি আঁশটে
আকাশে বজ্রের রঙ বড় নাকি ঘোলাটে।”

এই ধরনের উদ্ভট চিন্তা কল্পনায় আসায়
ভুলে যাই আমার নাম কী?
কথা শুনে হেসে উঠে মাথা বলে,
আর আমায় নিয়ে মশকরা করবি কি?

তখন ভুলে ভাবনা টাবনা ছাড়ি এমনতর পদ্য রচনা
ফিরে আসি কথার সাগরে যার অপর নাম গদ্য বন্ধুরা।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া,৩০শে এপ্রিল,২০২৩


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply