0
একদিন একটি পাখি উড়ে এসে বলল, তোমার কিছু লাগবে?
আমি বললাম, হ্যাঁ লাগবে।
সে বলল, কি?
আমি বললাম, তোমার দুটো ডানা লাগবে।
সে বলল, আমার দুটো ডানা তোমাকে দেওয়া সম্ভব নয়।
আমি বললাম তাহলে আমি উড়ব কিভাবে?
সে বলল, তোমার উড়তে হবেনা, তুমি শুধু আমাকে উড়তে দেখ।
আমি বললাম, এ জন্যই আমার সৃষ্টি হয়েছে?
সে বলল, হ্যাঁ।
আমি বললাম, যে আমাকে সৃষ্টি করেছে তার নিকুচি করি।
সে বলল, ‘তার নিকুচি করে কি হবে? তুমি শুধু আমাকে উড়তে দেখ’।
আমি বললাম, এ রকম বাস আমি চাইনা।
সে বলল, তাহলে তুমি মর।
সেই থেকে আমি শুধু পাখি উড়তে দেখি।আমার কি যে ভাল লাগে আমি তা কেমন করে বোঝাব! মন চায় এখানে উড়ে যাই, ওখানে উড়ে যাই। কোথাও যেতে পারিনা, মনে দুঃখ জাগে। তখন ভাবি, ”দুঃখ করে কি হবে? পাখি যে পাখি, পাখির মত হওয়া সম্ভব নয়।পাখির মত যদি কেউ হতে পারত সব পাখি হয়ে যেত। তাইতো সে পাখি।”

0