0
তুমি যদি কখনও দেখ তোমার পাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে তখন তোমার কি মনে হবে?
আমি যদি পাখি হতে পারতাম।
এখন কথা হল এমন কোন পাখি কি আছে যে পাখি পাখি হতে পারেনি? না; তাইতো সব পাখি পাখি।
এবার বল আমি কবে সে পাখি হব যে পাখি উড়তে পারেনি।
সে পাখি হলে কি হবে?
আমি এমনভাবে উড়ব যেভাবে কোন পাখি কোনদিন উড়েনি।
তখন কি হবে?
তখন আমার নাম হবে, সুন্দর পাখি।
সে পাখির আর কোন নাম আছে?
হ্যাঁ আছে, পাখি”র পাখি।
পাখি”র পাখি হতে কে না চায়?
0