0
প্রভুর ডাকে দাওনা সাড়া
ওহে মানব গণ,
নামাজ মাঝে সেজদা দিলে
প্রশান্তি রয় মন।
চাওয়া পাওয়া আছে যতো
নামাজ মাঝে চাও,
তোমার চাওয়া যতো আশা
দুহাত পেতে নাও।
অসীম তিনি দয়ার সাগর
রাখেন সবার খোঁজ,
পাঁচ ওয়াক্ত নামাজ মাঝে
দেয় যে দেখা রোজ।
নামাজ মাঝে চাই’যে তবে
দেখাও সহজ পথ,
কোরান হাদীস জীবন বিধান
নয়তো ভিন্ন মত।
তোমার বিধান নিয়ম মেনেই
মোরা গুণগান গাই,
মাওলা তুমি ছাড়া মোদের
পৃষ্ঠপোষক —-নাই।

0
ভালো লিখেছেন কবি