বলতো পৃথিবীতে কয়টি প্রভাত আছে?
পৃথিবীতে প্রভাত আছে দুইটি।
একটি প্রতিদিন সকালে হয়,আরেকটি তুমি যখন আমার কাছে আস তখন হয়।
আমি পরেরটি নিয়ে ভাবি। কারন, তুমি আমার কাছে না আসলে আমি কেমন করে থাকতাম।
তুমি যখন হাস তখন মনে হয় প্রভাত হচ্ছে, তুমি যখন কাঁদ তখন মনে হয় প্রভাত হচ্ছে। তুমি যাই কর আমার কাছে মনে হয় প্রভাত হচ্ছে। মনে হয়, তুমি কোন প্রভাতের সৃষ্টি।
এই যে দেখ আকাশ, এই যে দেখ বাতাস, এই যে তারা হাসছে সব ওই প্রভাতের সৃষ্টি।
প্রভাত না থাকলে কিছুই হতনাঃ গাইতনা পাখি গান, বইতনা নদী,হাসতনা গোলাপ ফুলের পাপড়ি।
আমি যেখানেই যাই প্রভাতের কথা ভাবি।প্রভাত না থাকলে যে কিছুই হতনা।
আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কভু লঙকা যাই সেখানেও প্রভাতের কথা ভাবব।প্রভাত ছাড়া যে আমার একটি প্রহরও কাটেনা।
প্রভাত’ নিয়ে ভাবতে ভাবতে একদিন আমি কুয়াকাটা গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সেখানেও প্রভাত অবস্থিত।
প্রভাত নামে যদি কেউ থেকে থাকে আমি তাকে একটি চিঠি লিখব সে চিঠিতে প্রভাতের বিস্তারিত থাকবে।
কবি রবি রায় একদিন বলেছিলেন, প্রভাত ছাড়া যে কিছু নেই।
আমার ডাইনীকে এই প্রভাতের কথা বলব।সে যদি হাসে বলব,এতদিনে তুমি হাসলে।
প্রভাত নিয়ে কথা বললে কথার কোন শেষ হবেনা। তাই প্রভাতকে প্রভাতের জয়গায় থাকতে দেওয়াই ভাল।
