প্রভাত

play icon Listen to this article
0

বলতো পৃথিবীতে কয়টি প্রভাত আছে?

পৃথিবীতে প্রভাত আছে দুইটি।

একটি প্রতিদিন সকালে হয়,আরেকটি তুমি যখন আমার কাছে আস তখন হয়।

আমি পরেরটি নিয়ে ভাবি। কারন, তুমি আমার কাছে না আসলে আমি কেমন করে থাকতাম।

তুমি যখন হাস তখন মনে হয় প্রভাত হচ্ছে, তুমি যখন কাঁদ তখন মনে হয় প্রভাত হচ্ছে। তুমি যাই কর আমার কাছে মনে হয় প্রভাত হচ্ছে। মনে হয়, তুমি কোন প্রভাতের সৃষ্টি।

 

এই যে দেখ আকাশ, এই যে দেখ বাতাস, এই যে  তারা হাসছে সব ওই প্রভাতের সৃষ্টি।

প্রভাত না থাকলে কিছুই হতনাঃ গাইতনা পাখি গান, বইতনা নদী,হাসতনা গোলাপ ফুলের পাপড়ি।

আমি যেখানেই যাই প্রভাতের কথা ভাবি।প্রভাত না থাকলে যে কিছুই হতনা।

আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কভু লঙকা যাই সেখানেও প্রভাতের কথা ভাবব।প্রভাত ছাড়া যে আমার একটি প্রহরও কাটেনা।

প্রভাত’ নিয়ে ভাবতে ভাবতে একদিন আমি কুয়াকাটা গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সেখানেও প্রভাত অবস্থিত।

প্রভাত নামে যদি কেউ থেকে থাকে আমি তাকে একটি চিঠি লিখব সে চিঠিতে প্রভাতের বিস্তারিত থাকবে।

 

কবি রবি রায় একদিন বলেছিলেন, প্রভাত ছাড়া যে কিছু নেই।

আমার ডাইনীকে এই প্রভাতের কথা বলব।সে যদি হাসে বলব,এতদিনে তুমি হাসলে।

 

প্রভাত নিয়ে কথা বললে কথার কোন শেষ হবেনা। তাই প্রভাতকে প্রভাতের জয়গায় থাকতে দেওয়াই ভাল।

 

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply