প্রহেলিকা

play icon Listen to this article
0

মানব জীবন বড়োই জটিল
আচম্ভে রয় বাঁধা,
সহজ হয়না জীবন যাপন
যেন গোলক ধাঁধা।

ভাবনা গুলো এলোমেলো
নানান ছন্দে ভাসে,
সময় ভেদে জোয়ার ভাটার
মত সুখ-দুখ আসে।

কোথায় আছে সুখ লুকিয়ে
পাবো কেমন করে,
সুখের লাগাম ধরতে গিয়ে
যাচ্ছে জীবন ঝরে!

তবুও দেখছি চোখের কোণে
আলেয়ার ওই আলো,
এমন ভাবনায়.. আশার স্বপ্নে
যাচ্ছে জীবন ভালো।

দমকা হাওয়া যাচ্ছে বহে
সয়ে যাচ্ছি মনে,
মনের কথা যায় না বলা
যেন কারোর সনে।

বাস্তব জীবন অনেক কঠিন
দগ্ধ করে কায়া,
আসবে কবে জীবনে মোর
তৃপ্ত শীতল ছায়া।

জীবনের শেষ প্রান্তে এসে
বুঝছি জীবন দামি,
জীবন মোরে মহান করবে
ভাবছি তবুও আমি।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply