0
মানব জীবন বড়োই জটিল
আচম্ভে রয় বাঁধা,
সহজ হয়না জীবন যাপন
যেন গোলক ধাঁধা।
ভাবনা গুলো এলোমেলো
নানান ছন্দে ভাসে,
সময় ভেদে জোয়ার ভাটার
মত সুখ-দুখ আসে।
কোথায় আছে সুখ লুকিয়ে
পাবো কেমন করে,
সুখের লাগাম ধরতে গিয়ে
যাচ্ছে জীবন ঝরে!
তবুও দেখছি চোখের কোণে
আলেয়ার ওই আলো,
এমন ভাবনায়.. আশার স্বপ্নে
যাচ্ছে জীবন ভালো।
দমকা হাওয়া যাচ্ছে বহে
সয়ে যাচ্ছি মনে,
মনের কথা যায় না বলা
যেন কারোর সনে।
বাস্তব জীবন অনেক কঠিন
দগ্ধ করে কায়া,
আসবে কবে জীবনে মোর
তৃপ্ত শীতল ছায়া।
জীবনের শেষ প্রান্তে এসে
বুঝছি জীবন দামি,
জীবন মোরে মহান করবে
ভাবছি তবুও আমি।
0