প্রার্থনা

play icon Listen to this article
0

প্রভু, আমায় দাও ” বায়োনিক ওম্যান” এর ন্যায় শক্তিধর বায়োনিক কান,
যেন শুনতে পাই অসহায় নির্যাতিতের তাৎক্ষণিক আর্তি,
আকাশ বাতাস বিদীর্ণ
হাহাকারময় কাকুতি -মিনতি।
প্রভু, দাও আমায় “গুপি গাইন বাঘা বাইন” এর
সেই যাদুর চাদর,
যেথায় চড়ে দুর দুরান্ত পথ ভেদ করে
যেন তৎক্ষনাৎ য়েতে পারি নির্যাতিতের পাশে।
অসহায় সেই জনের হবো সহায়ক,
সকল অপশক্তির হবো আমি নিয়ামক।
“ইনভিজিবল ম্যান” এর ন্যায়
অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও, প্রভু।
দৃশ্যহীন হয়ে দেখাবো তাবৎ ভয় – নারীর শরীর নিয়ে আমোদে মত্তদের, হেথায় হোথায় ছুটোছুটি করিয়ে এমন নাস্তানা করবো তাদের – যেন খোঁজে পালাবার পথ।
‘ওয়ান্ডার ওম্যান’ এর মতো শক্তিশালী করো আমায়, প্রভু। যেন তাদের অস্থি -মজ্জা একাই আঘাতে আঘাতে করতে পারি জর্জরিত। অতঃপর
টেনে হিঁচড়ে যাবো নিয়ে,
সেই মানবিক ডাক্তারের কাছে,
যিনি তাদের গায়ে ‘নপূংশক’ এর তিলক লাগিয়ে করবেন মহা উল্লাস।
সুন্দরী ললনাদের চেয়ে চেয়ে দেখবে তারা আজীবন , শত আকুলতায় হবে
ক্ষত বিক্ষত অনুক্ষণ, অহর্নিশ জ্বলবে মনে পরিতাপের আগুন।
অতঃপর
টেনে হিঁচড়ে নিয়ে যাবো চিড়িয়াখানায়, অনুরোধ করবো কতৃপক্ষ বরাবর –
বরাদ্দ দিতে একটি ঘর – ‘নরপশু’ লেখা সাইনবোর্ড ঝুলবে যেথায়।
আগত মানুষদের নিক্ষেপিত থুথু আর পাথর — এই মানুষরুপী নরাধমদের উপহার।
ওহে সমাজ বিবস্ত্রকারী নরপশু!
ধিক্! তোদের ধিক্!
মা বোনের ইজ্জত হরণকারী লুটেরা তোরা।
তোদের নেইকো ক্ষমা।
তোদের দূষিত নিঃশ্বাস — তিলে তিলে করবো নিঃশেষ আমরা
জাগ্রত সব মানবিক মানুষেরা।

লিখেছেন- ফয়জুন্নেসা জেসমিন
আইনান, ঈশা, ওয়াফি এবং জিহানের মা,
অর্থনীতির প্রভাষক। 


আরো পড়ুন-



Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply