0
আমি যেদিন ফাঁসীর কাষ্ঠে গিয়েছিলাম সেদিন একজনকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কিছু লাগবে কিনা।সে বলেছিল, আমার কিছুর দরকার নাই, শুধু একখান লাল ফিতা হলেই হল।আমি তাকে লাল ফিতা দিতে পারিনি! আজ আমি মুক্ত, স্বাধীন, আজ আমি নিশ্চয়ই তাকে লাল ফিতা দিতে পারব।যদি সে বলে ‘লাল ফিতা দরকার নাই’ তাহলে বলব, ‘সেদিন কেন চেয়েছিলে?’ যদি বলে, ‘তোমার মন পরীক্ষা করার জন্য ‘ তাহলে বলব, ‘ফাঁসীর কাষ্ঠের আসামীর কখনও মন পরীক্ষা করতে নেই। কারন, ফাঁসীর কাষ্ঠের আসামীর মন পরীক্ষা করতে গেলে যদি সে মরে যায় তাহলে তুমি বাঁচবে কি করে!’
আরো পড়ুন-
0