0
আমাকে ভালাসার আগে তোমার কি করা উচিত ছিল? কুকুর ভালবাসা উচিত ছিল। কারন, কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। তাকে যা বলতে তাই করত।তাকে যদি বলতে পাহাড়ের উপর থেকে নেংটি ইঁদুর এনে দাও সে নেংটি ইঁদুর এনে দিত।
তুমি আমাকে ভালবেসে ভুল করেছ।তাইতো তোমার ঘুম আসেনা, রাত কাটেনা, পথের মাঝে পথ খুঁজে পাওনা; তুমি যেখানেই যাও শুধু অন্ধকার দেখ;তোমাকে কে যেন বাম হাত দিয়ে ডাকে।
তুমি এখন থেকে একটি সিদ্ধান্ত নাও, তুমি আর আমাকে ভালবাসবেনা।তাতে নিশ্চয়ই তোমার দিন পরিবর্তন হয়ে যাবে, তুমি হবে অনেক সুখী, তোমার সুখের কোন কুল- কিনারা থাকবেনা।তুমি হবে পৃথিবীর একজন অধিষ্ঠাত্রী দেবী।তুমি অধিষ্ঠাত্রী দেবী হও আমিতো সেটাই চাই।

0