0
এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, “তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?” আসলে কি তুমি আমার হবে? তুমি কোনদিনও আমার হবেনা।তাহলে? “ফুল মিথ্যা বলছে?” ফুলতো মিথ্যে বলতে পারেনা।তাহলে? তুমি ফুলের কথা সত্যি করে দাও। ফুলের কথা সত্যি করতে হলে তোমাকে কি করতে হবে? একবার আমার সাথে যেতে হবে কাশবন জঙ্গলে। সেখানে বাঘ আর হরিণ খেলা করে। তুমি শুধু বলবে, এই তুমি আমার, তুমি আমার, তারা যদি না শুনে ঢিল ছুঁড়ে মারবে।পারবেনা? না, পারবনা।তাহলে তুমি কিসের ফুল! তুমি কোন ফুল নও।না, না আমি এক ফুল। তাহলে বল তুমি পারবে? হ্যাঁ, এই যে ঢিল ছুঁড়ে মারলাম।।এতক্ষণে তুমি আসলেই এক ফুলে পরিণত হলে।

0