0
কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম ‘সুন্দর ‘। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি তোমাকে কি দেব?সাপ বিষে কাটলে যেমন লাগে আমার ঠিক তেমন লাগতেছে যতক্ষণ পর্যন্ত তোমাকে ফুলটি না দিতে পারছি।
চল আফ্রিকার জঙ্গলে চলে যাই সেখানে নাকি এ বিরাট মহিয়সী আছেন তিনি শুধু ফুল বিতরণ করেন আমি যেভাবেই হোক সেখান থেকে একটি ফুল এনে তোমাকে দেব।
যদি দিতে না পারি আমার নাম আরিফনা, আরিফনা একশবার কসম খেলাম!

0