ফেসবুক থেকে আয়

ফেসবুক পেজ থেকে আয় করার উপায়।

0

ফেসবুক পেজ থেকে আয়ঃ

ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে বিপুল পরিমান টাকা আয় করার সুযোগ আছে।আপনি যখন একটি পেজে কারও ভিডিও দেখেন, সেখানে ভিডিওর প্রথমে অথবা শেষে আপনি একটি বিজ্ঞাপন দেখতে পাবেন।

আপনি ও আপানার পেজ টি ভিবিন্ন কোম্পানির কাছে প্রমোশন করে আয় করতে পারবেন।কিন্তু গ্রুপে কিছু সীমাবদ্ধতা আছে কারন এখানে নিদিষ্ট কিছু লোক থাকে এজন্য আয় কম হয়।এছারাও আপনি গ্রুপ খুলে ভিবিন্ন ব্যবসাহিক লোককে সাহায্য করতে পারবেন।

পেজ থেকে টাকা আয় করার কিছু পদ্ধতিঃ

  • পণ্য বিক্রির মাধ্যমে
  • অ্যাফিলিয়েট এবং রেফার প্রোগ্রাম চালু করে
  • স্পন্সারশিপ এবং বিজ্ঞাপন থেকে আয়
  • ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দিয়ে
  • পেজ বিক্রি করে

পণ্য বিক্রির মাধ্যমেঃ

ফেসবুক সামাজিক মাধ্যম এবং ই-কমার্স মধ্যম দুইটিতেই খুব শক্ত অবস্থানে আছে।ফেসবুক শপ প্রোডাক্ট ডিসপ্লেতে প্রদর্শন করে এবং প্রোডাক্ট বিক্রি করে থাকে।কিছু ধাপ অনুসরণ করে প্রোডাক্ট গুলো ফেসবুক শপে যুক্ত করা যায়।

ফেসবুক ব্যাবহার উপযোগী প্রোডাক্ট যুক্ত করতে হবে এছাড়া ফেসবুক সেটাকে রিভিও করবে না।বিশেষ করে স্থানীয় এলাকায় প্রোডাক্ট বিক্রি করার জন্য মার্কেটপ্লেসে প্রোডাক্ট গুলো লিস্ট করতে হবে।

অ্যাফিলিয়েট এবং রেফার প্রোগ্রাম চালু করেঃ

ব্যবসায়ীরা তাদের ব্যবসা এবং বিক্রি বাড়ানোর জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে।এই সুযোগ ব্যাবহার করে

বিপুল পরিমান আয় করা সম্ভব।অ্যাফিলিয়েট প্রগ্রামে নিদিষ্ট একটি লক্ষ দেওয়া থাকে,কেবল মাত্র এই- লক্ষ পুরন করতে পারলেই অ্যাফিলিয়েট একটা কমিশন দেয়।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক গুলো সাইট আছে।যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তারা সাইট ঘুরে ঘুরে কমিশন ভালো দেখে এমন একটা সাইটে শুরু করতে পারেন।

স্পন্সারশিপ এবং বিজ্ঞাপন থেকে আয়ঃ

মাজে মধ্যে আমরা শুনে থাকি এক ক্লিকে হাজার টাকা আয়।হ্যাঁ,ঠিক ই শুনছেন ফেসবুকে একটা পোষ্টের বিনিময় বিপুল পরিমান টাকা আয় করা যায়।এটা অন্যান্য সোশাল মাধ্যমে ও সম্ভব।

আরো দেখতে পারেন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Prothik Ahsan

Author: Prothik Ahsan

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

টাকা ছাড়াই শুরু করুন ড্রপসার্ভিসিং এর ব্যবসায়

আপনারা অনেকেই অনলাইন ফ্রিলান্সিং ও রিমোট জবসের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কি উক্ত বিষয় নিয়ে কোনো ব্যবসায়  প্রতিষ্ঠা করতে চেষ্টা
বিউটি টিপস ২০২৩

মেয়েদের সেরা ৫টি ঘরোয়া বিউটি টিপস

সুন্দর, উজ্বল ও ফ্রেশ ত্বক সব মানুষের প্রথম পছন্দ। ত্বক সুন্দর থাকলে কোনরকম প্রসাধনীর ব্যবহার ছাড়াই আপনাকে দেখাবে অনেক আকর্ষণীয়।আজ

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা

One Reply to “ফেসবুক পেজ থেকে আয় করার উপায়।”

Leave a Reply